হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী গ্রামে বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুত সংযোগ দেওয়া হয়েছে। এতে জীবনের ঝুঁকিতে রয়েছে শত শত মানুষ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিদ্যুতের খুঁটি বসানোর দাবি জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি। এর ফলে যেকোনও সময় বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন এরাকাবাসী। সরেজমিন দেখা গেছে মেগচামী ১ নং ওয়ার্ডের মধ্যপাড়া খানবাড়ী থেকে মধ্যপাড়া গোরস্থান মডেল বাজার এসব এলাকায় গাছ ও বাঁশের ঝাড়ের মধ্য দিয়ে ঝুকিপূর্ণভাবে সংযোগ দিয়েছে (ডাবিøউ জেড পিডিসি এল) রাজবাড়ী অফিস।
বৈদ্যুতিক খুঁটি না বসিয়ে বাঁশ ও গাছের ডালে বিদ্যুতের তার টানিয়ে দেওয়া হয়েছে। অনেক স্থানে তারের ভাড়ে বাঁশগুলো হেলে পড়েছে। কোথাও বা হেলে থাকা বাঁশ আরও একটা বাঁশ দিয়ে ঠেকনা দেওয়া হয়েছে। রাস্তার আশেপাশের মেহগনি গাছের সাথেও বিদ্যুৎতের তার পেচিঁয়ে দেয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ। কোথাও আবার তারে লতাপাতা জড়িয়ে আরও ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি করেছে। এক কিলোমিটারের কিছু বেশি রাস্তায় বসানো বাঁশের খুঁটিতে ভরসা করেই প্রায় ১শ’ বাড়িতে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়েছে। ওই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুতের খুঁটির জন্য চেষ্টা করছিলেন । ক…