আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ব্যাবহার করে ব্লগিং এর মাধ্যমে ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন । তবে এজন্য আপনাকে একটু কষ্ট করতে হবে ধৈর্য্য ধরতে হবে। একটু কষ্ট করলেই আপনিও অনেক ভালো ইনকাম করতে পারবেন ব্লগিং করে ।
ব্লগিং করে আয় করতে হলে আপনার একটি ব্লগ সাইট থাকতে হবে। এই ব্লগ সাইট আপনি ফ্রি ও পেইড দুইভাবেই করতে পারেন।
ফ্রিতে ব্লাগ তৈরীর করার জন্য অনেক সাইট আছে তারমধ্যে জনিপ্রয় কিছু সাইট হল, সাইট ডট গুগল ডটকম ব্লগার ডট কম ওয়ার্ডপ্রেস ডটকম আপনি চাইলে ১০ মিনিটেই অনেক ভালোমানের ফ্রি ব্লগ সাইট তৈরী করতে পারবেন ।
আবার আপনি যদি চান ১৫শ টাকা খরচ করে আমার পছন্দমত নামে ডোমেইন হোস্টিং কিনে ব্লগিং শুরু করবো তাও করতে পারেন।
কিন্তু শুধু ব্লগ সাইট তৈরী করলেই হবে না। তাতে নিয়মিত কাজ করতে করতে হবে । নিয়মিত কনটেন্ট লিখতে হবে। আপনার যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান আছে, আপনি সে বিষয় নিয়ে লিখে যাবেন। এ ক্ষেত্রে হয়তো আপনি প্রথম ২-৩ মাস একটু কষ্ট করতে হবে। তাই বলে আপনি নিরাশ হয়ে থেমে থাকবেন না। আপনি প্রতিদিন নিত্য নতুন আর্টিকেল লিখতে থাকেন। একসময় দেখবেন আপনার সাইটে প্রচুর ভিজিটর আসতেছে। আর যখনি দেখবেন আপনার সাইটে ভিজিটর আসতেছে তখনি আপনার কামের কাম ।
আপনি আপনার সাইটে এডসেন্স আবেদন করবেন। এডসেন্স অনুমোদন পেলে আপনার সাইটে এড শো করবে আর ইউটিউবের এডের মত আপনার সাইটের এডে যদি কেউ ক্লিক করে তবে আপনি টাকা পাবেন।
আপনার এডসেন্সে যখন ১০০ ডলার জমা হবে তখন আপনি ব্যাংকের মাধ্যমে আপনার টাকা উঠাতে পারবেন।