পৃথিবীর বায়ুমণ্ডল বলতে পৃথিবীর চারপাশে ঘিরে থাকা বিভিন্ন গ্যাস মিশ্রিত স্তরকে বোঝায় । যা পৃথিবী তার মধ্যাকর্ষণ শক্তি দ্বারা ধরে রাখে। একে আবহমণ্ডল-ও বলা হয়। পৃথিবীর বায়ুমণ্ডল পাঁচটি প্রধান স্তরে ভাগ করা যায়। সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এই স্তরগুলো হচ্ছেঃ
ক-ট্রপোস্ফিয়ার- ভূপৃষ্ঠ থেকে গড় উচ্চতা ১২ কিমি ।
১-বায়ুমণ্ডলের সবচেয়ে ঘন ও ভারী স্তর ।
২-প্রাকৃতিক ঘটনাবলি যেমন ঝড়-বৃষ্টি এবং বজ্রপাত ইত্যাদি এই স্তরে ঘটে ।
খ-স্ট্রাটোস্ফিয়ার -বায়ুমণ্ডলের ১২ কিমি থেকে ৫০ কিমির মধ্যে অবস্থিত ।
১-ঝড়-বৃষ্টি ইত্যাদি না থাকার ফলে এই স্তরের বায়ু শান্ত ।
২-বায়ুর চাপ খুব কম এবং বায়ু খুব হালকা ।
গ-মেসোস্ফিয়ার- বায়ুমণ্ডলের ৫০ কিমি থেকে ৮০ কিমির মধ্যে অবস্থিত ।
১-এটি বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল ।
২-মহাকাশ থেকে যেসব ধুমকেতু পৃথিবীর দিকে ছুটে আসে, সেগুলি এই মেসোস্ফিয়ার মধ্যে এসে পুড়ে ছাই হয়ে যায় ।
ঘ-থার্মোস্ফিয়ার- বায়ুমণ্ডলের ৮০ কিমি থেকে ৭০০ কিমির মধ্যে অবস্থিত ।
১-এই স্তরের তাপমাত্রা খুব বেশি হয় ।
২-এই স্তরে মেরুজ্যোতি দেখা যায় ।
ঙ-আয়নোস্ফিয়ার- বায়ুমণ্ডলের এই স্তর ৭০০ কিমি এর উপর থেকে শুরু হয় ।
এক্সোমণ্ডল হচ্ছে পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে দূরবর্তী স্তর। এটি প্রধানত হাইড্রোজেন- হিলিয়াম এবং কিছু ভারী অনুসমূহ যেমন নাইট্রোজেন-অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড দিয়ে গঠিত।