সৌরজগতের কিছু গুরুত্বপূর্ণ তথ্
✦ সৌরজগতের গ্রহ কয়টি ও কী কী ?
一 বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি। সেগুলি হল– বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
✦ সৌরজগতের বামন গ্রহ কয়টি ও কী কী ?
一 বর্তমানে সৌরজগতে মোট পাঁচটি বামন গ্রহ রয়েছে। সেগুলি হল– সেরেস, প্লুটো, এরিস, মাকেমাকে, হাউমেয়া।
✦ সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি ?0
一 বৃহস্পতি।
✦ সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি ?
一 বৃহস্পতি।
✦ সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি ?
一 গ্যানিমেড (গ্যানিমেড বৃহস্পতির উপগ্রহ)।
✦ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি ?
/ সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি ?
一 সৌরজগতের সবচেয়ে ছোট ও দ্রুততম গ্রহ বুধ।
✦ সৌরজগতের সবচেয়ে ছোট উপগ্রহ কোনটি ?
一 ডিমোস (ডিমোস মঙ্গলের উপগ্রহ)।
✦ সূর্যের শক্তির উৎস কি ?
一 সূর্যের শক্তি উৎপন্ন হয় নিউক্লিয় ফিউশন বা নিউক্লিয় সংযোজন পদ্ধতিতে।
✦ সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ কোনটি ?
一 নেপচুন।
✦ সৌরজগতের সবচেয়ে কাছের গ্রহ কোনটি ?
一 বুধ।
✦ সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ কোনটি ?
一 শুক্র।
✦ সৌরজগতের সবচেয়ে শীতলতম গ্রহ কোনটি ?
一 নেপচুন (প্লুটোকে গ্রহ হিসেবে অযোগ্য ঘোষণার পর থেকে, নেপচুনকে সবচেয়ে শীতলতম গ্রহ হিসেবে ধরা হয়)।