ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ ২৭ পরিবারের মাঝে গ্রাণ বিতরণ করলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৩ বান্ডিল ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা, এক বস্তা শুকনা খাবার ও ১০ কেজি করে চাল বিতরণ করেন। গত শুক্রবার বিকালে তিনি এ ত্রাণ বিতরণ করেন। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সাবেক চেয়ারম্যান সাহাদৎ হোসেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন প্রমূখ।
উল্লেখ্য গত ২৮ জুলাই দিবাগত রাত ১ টার দিকে ঘূর্ণিঝড়রে চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।