পুরাপাড়া পালিত আন্তর্জাতিক গ্রন্থ দিবস আজ (২৩ এপ্রিল) ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার
পুরাপাড়া ইউনিয়নে পালিত হয়েছে আন্তর্জাতিক গ্রন্থগার দিবস।
পুরাপাড়া বঙ্গবন্ধু গ্রন্থগারের উদ্যোগে নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপিত হয়।
কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০ টায় গণগ্রন্থাগার চত্তর থেকে এক র্যালি বের হয়।
র্যালিতে পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার, পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সদস্যবৃন্দ সহ
এলাকার সচেতন মানুষ অংশ গ্রহণ করে।
র্যালি শেষে আয়োজন করা হয় এক পাঠচক্র এবং আলোচনা সভার।
পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থগার এর সভাপতি এস.এম ইউসুফ এর সভাপতিত্বে আলোচনা সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব সুমিনুর রহমান।
জনাব সুমিনুর রহমান তার বক্তব্যে বলেন সমাজ পরিবর্তন করতে হলে বই পড়তে হবে।
একমাত্র বই ই হতে পারে সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার।
এছাড়াও অন্যান্যের মধ্যে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের সভাপতি মোঃ ওসমান মোল্লা,
সাধারন সম্পাদক মো. গিয়াস উদ্দীন বক্তৃতা করেন।
সভায় বক্তারা বই পড়ার গুরুত্ব ও পাঠক বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন এবং উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন।
উল্লেখ্য পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব প্রতিষ্ঠিত পুরাপাড়া বঙ্গবন্ধু গনগ্রন্থগার এলাকায় বই পড়া সহ
নানা শিক্ষা সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করে থাকে।